India & World UpdatesHappeningsBreaking News
করোনা-পরবর্তী জটিলতায় প্রয়াত বুদ্ধদেব গুহ
ওয়েটুবরাক, ৩০ আগস্টঃ সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই। করোনা-পরবর্তী জটিলতায় রবিবার রাত ১১টা ২৫ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৫ বছর।
এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়েই ফিরেছিলেন। চলতি মাসের শুরুতে ফের শারীরিক জটিলতা দেখা দেয়। শ্বাসনালি ও মুত্রথলিতে সংক্রমণ নিয়ে গত ৪ আগস্ট তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসায় সাড়া মেলেনি। রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।
১৯৩৬ সালের ২৯ জুন বুদ্ধদেব গুহ কলকাতায় জন্মগ্রহণ করেন। সেন্ট জেভিয়ার্স কলেজের এই প্রাক্তনী পেশায় ছিলেন চার্টার্ড অ্যাউন্ট্যান্ট। তাঁর প্রথম উপন্যাস ‘জঙ্গলমহল’। তাঁর অসংখ্য উপন্যাস বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি।