India & World UpdatesHappeningsBreaking News
করোনা ঠেকাতে পোলিও অভিযানকে মডেল করতে চায় ভারত
১৭ এপ্রিলঃ করোনা ভাইরাসে সংক্রামিতদের খুঁজতে ভারতে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও দলকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার করোনা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বৈঠকে তিনি করোনা সংক্রমণ রোখার প্রশ্নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও দলের সাহায্য চান। রাজি হয়েছে হু। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অতীতে পোলিও অভিযানের মডেলে করোনা সংক্রমিত রোগীর খোঁজ করা হবে। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করে পোলিও অভিযান সফল করেছিল ভারত, এ ক্ষেত্রেও একইভাবে তৃণমূলস্তরে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের ৩২৫টি জেলা বর্তমানে করোনা সংক্রমণের বাইরে। গত দু’সপ্তাহে ১৭টি রাজ্যের ২৫টি সংক্রমিত জেলায় নতুন কোনও আক্রান্তের খবর নেই। প্রায় এক মাস ব্যবধানের পর ওই জেলাগুলিতে টীকাকরণ, যক্ষ্মা রোগীদের চিকিৎসার মতো রুটিন বিষয়গুলি ফের শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্যগুলিকে একটি চিঠিও দিয়েছে কেন্দ্র। করোনার ধাক্কায় অন্য যে সব কঠিন রোগের চিকিৎসা বাধাপ্রাপ্ত হচ্ছিল, সে ব্যাপারে কিছু ছাড় ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রক।
যক্ষ্মা ও কুষ্ঠ রোগীর চিকিৎসা, কিডনির সমস্যায় ভোগা রোগীদের ডায়ালিসিসে ছাড় দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, দেশের বড় সংখ্যক মানুষ কিডনি, হৃদ্যন্ত্র বা ক্যানসারের মতো রোগে ভুগছেন। নিয়মিত চিকিৎসায় ছেদ পড়লে রোগ আরও খারাপ পর্যায়ে চলে যেতে পারে। সেই কারণে এ ধরনের রোগের চিকিৎসায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষে সতর্কবার্তায় বলা হয়েছে, ওই ছাড় যাদের একান্তই প্রয়োজন, তাদের জন্যই দেওয়ার কথা ভাবা হয়েছে।