India & World UpdatesHappeningsBreaking News
করোনা কর্তব্যে ডাককর্মীর মৃত্যু হলে ১০ লক্ষ ক্ষতিপূরণ
১৮ এপ্রিল: করোনা যুদ্ধে এক বড়সড় ভূমিকা পালন করছে দেশের ডাক বিভাগ। চিকিৎসা সামগ্রী সহ প্রয়োজনীয় ওষুধ-পত্র আমজনতার কাছে পৌঁছে দিতে ডাক পরিষেবার সক্রিয়তা নিয়ে সন্দেহের জায়গা নেই। সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। শনিবার, কেন্দ্রের এক ঘোষণা ডাক কর্মীদের প্রতি সরকারের এমন অবস্থানকে আরও স্পষ্ট করে দিয়েছে। করোনা বিপর্যয়ে কর্তব্যরত অবস্থায় অসুস্থতার কারণে কোনও ডাককর্মীর মৃত্যু হলে ১০ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে কোভিড-১৯ সঙ্কট চলাকালীন এই নির্দেশিকা কার্যকর থাকবে।
গ্রামীণ ডাকসেবক সহ ডাক কর্মীরা গ্রাহকদের কাছে চিঠিপত্র পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি ডাকঘর সেভিংস ব্যাঙ্ক, ডাক জীবন বিমা ইত্যাদি ক্ষেত্রে আর্থিক লেনদেনের সুবিধাও তাঁদের মাধ্যমে পাচ্ছেন আমজনতা। তাছাড়া, ডাকঘরগুলি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সহযোগিতায় কোভিড-১৯ সংক্রান্ত নমুনা পরীক্ষা সামগ্রী, খবারের প্যাকেট, রেশন ও অত্যাবশ্যক ওষুধপত্র পৌঁছে দিচ্ছে। এভাবে করোনা জরুরি পরিস্থিতিতে বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি, সমাজ সেবার কাজেও সামিল হয়েছে ভারতীয় ডাক পরিষেবা।
প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে অত্যাবশকীয় সামগ্রী সরবরাহ করে প্রকৃত করোনা যোদ্ধা হয়ে উঠেছেন ডাক কর্মীরা, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেক রাজ্যের চিফ পোষ্টমাস্টার জেনারেল ও চিফ জেনারেল ম্যানেজারদের সঙ্গে বৈঠক করেন তিনি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের খাদ্য সরবরাহের দিকে নজর রাখতে বলেন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।