India & World UpdatesBreaking News
করোনা: ইমিউনিটি পাসপোর্টের সন্ধানে অ্যান্টিবডি টেস্ট করছে ব্রিটেন
১৫ মে: করোনা হয়তো হামলা করেছিল। কিন্তু কোনও উপসর্গ দেখা দেয়নি, রোগীও জানতে পারেননি রোগের কথা। তাঁর নিজস্ব রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) শরীরে অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে। বিশ্বের কোটি কোটি বাসিন্দার মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের কাছে রয়েছে এই ‘পাসপোর্ট’। দেশের এমন বাসিন্দাদের খোঁজ শুরু করতে চলছে ব্রিটেন।
বহু দেশই ‘ইমিউনিটি পাসপোর্ট’-এর সন্ধানে অ্যান্টিবডি টেস্ট করাতে শুরু করে দিয়েছে। অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘পাবলিক হেল্থ ইংল্যান্ড’ জানিয়েছে, তাদের ব্যবহার করা অ্যান্টিবডি টেস্ট পদ্ধতিটি তৈরি করেছে সুইস ওষুধ প্রস্তুতকারী সংস্থা রোশে। ব্রিটেনের ‘করোনাভাইরাস টেস্টিং প্রোগ্রাম’-এর প্রধান জন নিউটনের মতে, খুবই আশাব্যঞ্জক পরীক্ষা এটি। অতীতেও অন্য সংক্রমণের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা কাজ দিয়েছে। এ ভাবে রক্তপরীক্ষা করে দেখা হবে তাতে করোনার অ্যান্টিবডি রয়েছে কি না।
নিউটন বলেন, ‘‘অ্যান্টিবডি টেস্ট হলে বোঝা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে সংক্রমিত হলে, তা রুখতে পারবেন কি না। কিন্তু সংক্রমণের মাত্রার উপরেও কিছুটা নির্ভর করবে। বেশি মাত্রায় সংক্রমিত হলে রক্তে উপস্থিত অ্যান্টিবডি কাজ দেবে কি না, তা স্পষ্ট নয়।