Barak UpdatesHappenings
করোনায় সরকারি সামগ্রীঃ মূলচাঁদ বৈদের বিরুদ্ধে থানায় মামলা
২৩ সেপ্টেম্বরঃ আকসা যুব ফ্রন্ট মনোজ বৈদ ফার্মের কর্ণধার মূলচাঁদ বৈদের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা করেছে। দুই সহসভাপতি মানিক আহমেদ বড়লস্কর ও সজল দেবরায় এজাহারে বলেন, করোনায় আক্রান্ত ও কন্টেনমেন্ট জোনে থাকা মানুষদের জন্য প্রদত্ত সরকারি সামগ্রী নিয়ে কাছাড় জেলায় কেলেঙ্কারি চলছে। পত্রপত্রিকায় এ নিয়ে খবর প্রকাশিত হলেও প্রশাসনিক তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তাঁরা পুলিশের মাধ্যমে আইন-আদালতের দ্বারস্থ হলেন৷
শিলচর মেডিক্যাল কলেজের কোভিড কেয়ার সেন্টার, কন্টেনমেন্ট জোন এবং হোম কোয়রান্টিনের জন্য সরকার পর্যাপ্ত সামগ্রী বরাদ্দ করলেও এখানে এর পূর্ণ সুবিধা মেলেনি। হোম কোয়রান্টিনে যে এককালীন দুইহাজার টাকার সামগ্রী দিয়েছে সরকার, তা অনেকে টেরই পাননি। কোভিড কেয়ার সেন্টার এবং কন্টেনমেন্টে জোনের খাদ্য নিয়েও মানুষের অভিযোগের শেষ নেই।
মানিকবাবু ও সজলবাবুর বক্তব্য, মনোজ বৈদ ফার্মের কর্ণধার মূলচাঁদ বৈদ একদিকে যেমন সরকারকে ঠকিয়েছেন, তেমনি জনসাধারণের সঙ্গে প্রতারণা করেছেন। সরকারি গণবন্টন ব্যবস্থার এক টাকা কেজি দরের চালে তৈরি হয় করোনায় আক্রান্তদের রান্না। তাই তাঁরা মূলচাঁদ বৈদের গ্রেফতার দাবি করে করোনার সরকারি সামগ্রী নিয়ে সংঘটিত কেলেঙ্কারির তদন্ত চান।
পুলিশ মামলাটি গ্রহণ করে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ২৬৯, ২৭০, ৪০৬ এবং ৪২০ ধারার সঙ্গে ১২০(বি) ধারাও উল্লেখ করেছে। শেষোক্ত ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। আকসা যুব ফ্রন্টের বক্তব্য, অতিমারির সময়ে দুর্যোগ মোকাবিলার অর্থ লুটে নেওয়া তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রই।