India & World UpdatesHappenings
করোনায় প্রয়াত বাঙালি পরমাণু বিজ্ঞানী
24 সেপ্টেম্বরঃ কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন পরমাণু বিজ্ঞানী শেখর বসু। তিনি ছিলেন দেশের পরমাণু সাবমেরিন ‘অরিহন্ত’-এর মূল স্থপতি। বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৭ বছর।
ভারতে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ শেখরবাবু দু’বছর আগেও ছিলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবেই পান ‘পদ্মশ্রী’।
শেখরবাবু মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরেই যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক) ‘-এ। পরে বার্ক-এর অধিকর্তা হন। সেখান থেকে কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের সচিব ও পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ।
দেশে পরমাণু বর্জ্য নিষ্কাষণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন ও বিভিন্ন পরমাণু চুল্লি নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিশিষ্ট বিজ্ঞানী ও ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ত অ্যাস্ট্রোফিজিক্স এর ডিরেক্টর সোমক রায়চৌধুরী বলেন, ‘‘শেখরবাবু অরিহন্তের রূপকার ছিলেন। পাশাপাশি পরমাণু শক্তিমন্ত্রকে থাকাকালীন তিনি ‘সার্ন’ প্রকল্পে ভারতের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলাপ আলোচনায় এবং মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধান সংক্রান্ত প্রকল্প ‘লাইগো’-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’’