India & World UpdatesHappeningsBreaking News
করোনার বিরুদ্ধে লড়াইয়ে জোট বেঁধেছেন আট মহারথী
ওয়েটুবরাক, ১০ মে: ‘মানুষ মানুষের জন্য” এই মন্ত্রে ব্রতী হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি, ইনফোসিস চেয়ারম্যান সুধা মূর্তি, ধর্মীয় গুরু রবি শংকর, শিল্পী সোহল মানসিং, আচার্য বিদ্যাসাগর মহারাজ, মহন্ত সানতগান সিং সহ দেশের আটজন বিশিষ্ট নাগরিককে নিয়ে করোনা বিরোধী অভিযান শুরু হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে পজিটিভ আনলিমিটেড। আগামী এগারো মে থেকে এই অভিযান শুরু হবে।
চারদিনের প্রচারাভিযান মূলত কোভিড সম্পর্কে মানুষের মনে যে ভীতি তৈরি হয়েছে সেটা দূর করার চেষ্টা করা হবে। কীভাবে এই মহামারি মোকাবিলা করা যায়, এ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করবেন এই আট মহান ব্যক্তি। করোনার বিরুদ্ধে কীভাবে সংগ্রাম করা যায়, দেশের বড় ছোট মাঝারি সব ধরনের প্রচার মাধ্যমে সে নিয়ে বক্তব্য রাখবেন তাঁরা। সারা দেশজুড়ে প্রচার অভিযান চলবে। মানুষ যে মৃত্যুর আতঙ্কে ভুগছেন, সেটা থেকে রক্ষা করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।