Barak UpdatesIndia & World UpdatesHappenings
করোনার তৃতীয় ঢেউ শীঘ্রই, সাবধানে থাকার পরামর্শ নিতি আয়োগের
ওয়েটুবরাক, ৫ জুনঃ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ওই সময়ে এর চরিত্রের কী ধরনের পরিবর্তন হবে, কোন স্ট্রেনটি সংক্রমণ ছড়ানোর প্রশ্নে প্রধান ভূমিকা নেবে, তা এখনই বলতে পারছেন না তাঁরা। তাই কোভিড বিধি মানার ক্ষেত্রে সামান্যতম গা-ছাড়া মনোভাব না দেখাতে বলল নিতি আয়োগ। নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বিনোদ পল বলেন, ভবিষ্যতে সংক্রমণ রুখতে একমাত্র ভরসা প্রতিষেধক। কিন্তু সমস্ত দেশবাসীকে টিকাকরণের আওতায় আনতে যে সময়ের প্রয়োজন, তার আগেই সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে।
মার্চ থেকে মে— প্রায় দু’মাস করোনাভাইরাস তাণ্ডব চালানোর পরে গোটা দেশেই সংক্রমণের সূচক নামতে শুরু করেছে। তবে করোনার কোনও স্ট্রেন চরিত্র পাল্টে যাতে সংক্রমণের তৃতীয় ঢেউ তুলতে না-পারে, সেই লক্ষ্যে দেশের বড় সংখ্যক মানুষকে দ্রুত প্রতিষেধকের আওতায় আনতে চাইছে কেন্দ্র। সঙ্গে জোর দেওয়া হয়েছে কোভিড সতর্কতাবিধি মেনে চলার বিষয়টিতেও। স্বাস্থ্য মন্ত্রকের ব্যাখ্যা, সরকার এ বছরের মধ্যেই সকলকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। কিন্তু সমস্যা হল, টিকাদানের যা হার, তাতে লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব নয়। অথচ ব্রিটেনে ইতিমধ্যেই তৃতীয় ঢেউ শুরুর ইঙ্গিত মিলছে। ভারতেও তৃতীয় ঢেউ যে কোনও দিন শুরু হয়ে যেতে পারে। ফলে হাতে যে সময় কম, তা স্পষ্ট।