India & World UpdatesHappeningsBreaking News
করোনার টিকা বাজারে আসতে আরও মাস দশেক, বলল হু
৪ সেপ্টেম্বরঃ ২০২০ সালে করোনার টিকা নিয়ে আশাব্যঞ্জক কিছু দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তা বাজারে আসতে আরও অন্তত মাস দশেক। ২০২১ সালের মাঝামাঝি একটা সম্ভাবনা দেখছেন তাঁরা। হু-র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, “এ পর্যন্ত যে সব প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় এরা কতটা দক্ষ, সে বিষয়ে কোনও সংস্থাই স্পষ্ট ইঙ্গিত দেয়নি। তাই চূড়ান্ত ভাবে বাজারে আসার আগে সেই সব প্রতিষেধকের কার্যকারিতা এবং সেগুলি কতটা নিরাপদ, তা আরও ভাল ভাবে খতিয়ে দেখা প্রয়োজন।” মার্গারেট বলেন, “অনেক মানুষকে কোভিড প্রতিষেধক দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানতেই পারিনি আদৌ সেই প্রতিষেধক কাজ করেছে কি না!” ফলে এ নিয়ে খুব কাছাকাছি কোনও সম্ভাবনা দেখছেন না তিনি।