Barak UpdatesHappeningsBreaking News
করোনাকালে সামাজিক কাজে পিছিয়ে নয় ‘ইকো-অ্যালার্মিস্ট’
৫ জুলাই: করোনাকালে অন্যান্য কিছু সক্রিয় সামাজিক সংগঠনের মতো ‘ইকো-অ্যালার্মিস্ট’ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। করেছে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান। লকডাউনের সময় বরাক উপত্যকার কয়েকজন চিকিৎসককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক সচেতনতা পর্ব চালায় সংস্থা। তাছাড়া, ‘ফিড দ্য নিডি’ কর্মসূচির অন্তর্গত তাঁরা সমাজের জনকোয়েক বিশিষ্ট মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে। পরে সেই তহবিল দিয়ে গ্রামীণ অঞ্চলের পিছিয়ে পড়া মানুষকে প্রয়োজনীয় জিনিসপত্র আর স্যানিটাইজেশন কিট ইত্যাদি বিতরণ করে।
লকডাউন আনলক হওয়ার পরও দায়িত্বে পিছিয়ে নয় এই সংগঠন। ‘ইকো-অ্যালার্মিস্ট’ এর প্রতিনিধিরা স্যানিটাইজেশন প্রোগ্রাম করছেন একের পর এক। তাঁরা স্যানিটাইজার বোতল ও ‘ফুট অপারেটেড স্যানিটাইজার ডিপ্রেসার’ গোলদিঘি মল সহ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বিতরণ করে । সম্প্রতি বড়জালেঙ্গা চা বাগানে গিয়ে শ্রমিকদের স্যানিটাইজেশন কিট ও জামাকাপড় বিতরণ করে সংস্থা।
প্রসঙ্গত, ২০১৬ সালে শিলচরের কয়েকজন উদ্যমী যুবক মিলে গঠন করে ‘ইকো-অ্যালার্মিস্ট’ সংস্থাটি। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানাভাবে সমাজের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই সংস্থার উদ্দেশ্য।