India & World UpdatesHappeningsAnalyticsBreaking News
করোনাঃ দেশে চব্বিশ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, কমেছে সক্রিয় রোগীর সংখ্যা
ওয়েটুবরাক, ১৫ অক্টোবরঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন ১৯ হাজার ৩৪১ জন। এই নিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০। সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জানিয়েছে, ২০২০ সালের মার্চের পর থেকে এটিই দেশের সর্বোচ্চ সুস্থতার হার। একই সঙ্গে সক্রিয় রোগীর হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা এসে ঠেকেছে মোট রোগীর ০.০৬ শতাংশে। গত বছর মার্চ মাস থেকে হিসেব করলেও এই সংখ্যাটি সর্বনিম্ন।
কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার দেশে ২৪৬ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার গত ২৪ ঘণ্টায় ৩৭৯ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।
তবে দৈনিক সংক্রমণের সংখ্যা বৃহস্পতিবারের তুলনায় বেশ কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬ হাজার ৮৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বেড়েছে টিকাকরণের হার। গত ২৪ ঘণ্টায় ৩০ লক্ষ ২৬ হাজার ৪৮৩ জনের টিকাকরণ করা হয়েছে। করোনা পরীক্ষা করা হয়েছে ১১ লক্ষ ৮০ হাজার ১৪৮ জনের। সংক্রমণের হার ১.৪৩ শতাংশ।