India & World UpdatesHappeningsBreaking News
করোনাঃ দক্ষিণের রাজ্যগুলিই এখন উদ্বেগের কারণ
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বরঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৫৯১ জন। শনিবারের তুলনায় ১৪ শতাংশ কম। । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের হারও ২ শতাংশের নীচে নেমেছে।
তবে দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জনের মৃত্যু হয়েছে । শনিবার সংখ্যাটা ছিল ৩০৮। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫।
দেশের মধ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৮৭ জন। মৃত্যু হয়েছে ১৮১ জনের। অর্থাৎ দৈনিক মোট দৈনিক সংক্রমণের ৭২ শতাংশই কেরলের। আবার দৈনিক মোট মৃত্যুর প্রায় ৫২ শতাংশ এই রাজ্য থেকেই।
কেরলের পরই রয়েছে তামিলনাড়ু (১,৬৩৯), অন্ধ্রপ্রদেশ (১,১৪৫) এবং কর্নাটক (৮০১)। করোনার গ্রাফ বলেছে দেশের মধ্যে দক্ষিণের রাজ্যগুলিই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একমাত্র মিজোরাম ছাড়া উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংক্রমণ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় মিজোরামে নতুন সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯ জন।