Barak UpdatesHappeningsSports
করিমগঞ্জ হকি আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান খেতাব জিতল গুরুচরণ জুনিয়র কলেজ
ওয়েটুবরাক, ১৩ ডিসেম্বর :’করিমগঞ্জ হকি’ আয়োজিত প্রথম বরাক ভিশন কাপ আন্তঃপ্রতিষ্ঠান হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভাঙ্গার গুরুচরণ জুনিয়র কলেজ। সোমবার কলেজ প্রাঙ্গণেই বসেছিল ফাইভ-এ-সাইড আসর। এতে ফাইনালে ১-০ গোলে হারায় ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলকে। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন জাহির উদ্দিন।
ছয় দলীয় আসরে দুটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়। এ গ্রুপে সেন্ট অ্যান্টনি স্কুল বদরপুর, ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল এবং বদরপুর রেলওয়ে এইচ স্কুল একটি করে ম্যাচে জয়লাভ করে। ফলে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই গ্রুপে গোল পার্থক্যে ফাইনালে চলে যায় ভাঙ্গা এইচ এস স্কুল।
বি গ্রুপে নিজেদের উভয় ম্যাচে জিতে ফাইনালে যায় গুরুচরণ জুনিয়র কলেজ। অন্যদিকে, গুরুচরণ হাইস্কুলকে হারিয়ে গ্রুপ রানার্স হয় করিমগঞ্জ কলেজ। এদিন রবিবার হলেও গুরুচরণ এইচ এস স্কুলের প্রচুর ছাত্রীও হকি খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন। আসরের ম্যাচগুলি পরিচালনা করেন শিলচরের দুই রেফারি দীপক শুক্লবৈদ্য ও দীপু নাথ।
ফাইনালে রানার্স দলকে ট্রফি তুলে দেন করিমগঞ্জ হকির সচিব এমাদ উদ্দিন। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি অসম হকির প্রাক্তন সহসচিব নির্মাল্য নাথ, সেন্ট অ্যান্টনি স্কুলের অধ্যক্ষ আবিদুর রহমান, করিমগঞ্জ হকির কোষাধ্যক্ষ মলয় কান্তি শুক্লবৈদ্য (পিন্টু), যুগ্মসচিব মণিদীপা সোম, সদস্য সেলিম আহমদ, সুস্মিতা মালাকার, জাকির হুসেন চৌধুরী প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সাংবাদিক তাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা হায়ার সেকেন্ডারির শিক্ষক এমাদুল ইসলাম চৌধুরী, মঈন উদ্দিন, ফুরকান উদ্দিন সহ অন্যান্যরা।