Barak UpdatesIndia & World UpdatesHappenings
করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ফিরলেন ৮০ ভারতীয়
১৭ জুলাইঃ লকডাউনের দরুন এখনও বিদেশে আটকে রয়েছেন বহু মানুষ। তাদেরই ৮০জন শুক্রবার সুতারকান্দি দিয়ে স্বদেশে ফেরেন। একইভাবে বৃহস্পতিবার বাংলাদেশে ফেরত পাঠানো হয় ১০জনকে। দুই দিকের আটকে পড়াদেরই অধিকাংশের ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। বিশেষ ব্যবস্থায় তাঁরা বিনা জরিমানায় নিজ নিজ দেশে ফেরেন৷ সুতারকান্দি সীমান্ত পেরিয়ে যারা শুক্রবার ফিরেছেন, তাঁদের মধ্যে ৩০ জন করিমগঞ্জবাসী৷ সুতারকান্দিতেই তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়৷ অন্য জেলার বাসিন্দাদের গাড়ি করে যার যার জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জেলাশাসক আনবুমাথান এমপি জানিয়েছেন৷
এ দিন ফিরে এসেছেন করিমগঞ্জের চন্দনা বর্ধন, অনুপ দেব-রাও৷ শাশুড়ি-জামাতা সহ পরিবারের পাঁচজন বাংলাদেশে গিয়ে ফেঁসে গিয়েছিলেন৷ ১১ মার্চ তাঁরা কুশিয়ারা পেরিয়েছিলেন৷ ১৫-২০ দিনে ফেরার পরিকল্পনা ছিল তাঁদের৷