Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জ বাইপাসে দুর্ঘটনা, বাইক চালক নিহত, সঙ্গীও আশঙ্কাজনক

ওয়েটুবরাক, ৮ জুন: করিমগঞ্জ বাইপাসে আজ মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ বাইক এবং তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষেই এই দুর্ঘটনা ঘটে৷ বাইকে দুই যুবক করিমগঞ্জ থেকে পোয়ামারা হয়ে কালীগঞ্জের রাস্তায় যাচ্ছিলেন৷ অন্যদিকে ট্যাঙ্কারটি ত্রিপুরা থেকে বেরিয়ে বাইপাস ধরে এগোচ্ছিল৷ দুর্ঘটনার পরই স্থানীয় জনতা এগিয়ে গেলে ট্যাঙ্কার রেখে  চালক পালিয়ে যায়৷ বাইক আরোহী দুই যুবকের কারও কোনও পরিচয় পাওয়া যায়নি৷ পলাতক ট্যাঙ্কারচালকেরও পরিচয় জানা যায়নি৷

Rananuj

তবে বাইকের রেজিস্ট্রেশন ঘেঁটে ট্রাফিক ইউনিট জানতে পারে, এর রেজিস্ট্রেশন রয়েছে ফাকুয়া গ্রামের গোপাল দাসের নামে৷ তাই তাঁরা হত যুবককে গোপাল দাস বলেই অনুমান করছেন৷ আহত যুবককে শ্রীধর নমঃশূদ্র বলে দুই-একজন জানিয়েছেন৷ তাও সরকারিভাবে নিশ্চিত হয়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker