Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জ জেতাই লোকসভা ভোটে সবচেয়ে বড় সাফল্য, বললেন হিমন্ত

ওয়েটুবরাক, ২৩ আগস্ট: গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কৃপানাথ মালা যে  জিতে যাবেন, তা ভাবতে পারেননি  খোদ হিমন্ত বিশ্ব শর্মাও৷ আজ শুক্রবার করিমগঞ্জ সফরে গিয়ে এই অনিশ্চয়তার কথা খোলামেলাই বললেন তিনি৷

Rananuj

মুখ্যমন্ত্রী জানান, শিলচর আসন তফশিলি জাতির জন্য সংরক্ষিত হতেই কৃপানাথ আসন বদলানোর ইচ্ছা প্রকাশ করেন৷ শিলচর আসনের টিকিট চান তাঁর কাছে৷ তিনি তাঁকে করিমগঞ্জেই দাঁড়াতে বলেন৷ কিন্তু এই আসনে যে কঠিন লড়াই হবে, তা বুঝতে পারছিলেন৷ তাই মনে মনে এও ভাবছিলেন, করিমগঞ্জে হেরে গেলে কৃপাকে কোনও উপনির্বাচনে দাঁড় করিয়ে বিধানসভায় নিয়ে যেতে হবে৷

তবে নির্বাচনী প্রচারের শেষলগ্নে বুঝে গিয়েছিলেন, হাওয়া পাল্টে গিয়েছে৷ হিমন্ত এ দিন বলেন, “শেষদিকে করিমগঞ্জে এসে যখন আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের আত্মবিশ্বাস দেখে আমার চিন্তা দূর হয়৷ তাই এ কথা বলতেই হয়, করিমগঞ্জ জেতাই এ বার বিজেপির সবচেয়ে বড় সাফল্য৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker