India & World UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ-জকিগঞ্জ মৈত্রী সেতু হবে, রঞ্জনকে পাশে রেখে বললেন মোমেন
ওয়েটুবরাক, সিলেট, ৬ অক্টোবর: করিমগঞ্জে কুশিয়ারা নদীর উপর মৈত্রী সেতু নির্মাণের কথা ভাবছে বাংলাদেশ সরকার৷ করিমগঞ্জ-জকিগঞ্জ সেতু নির্মাণের ব্যাপারে শীঘ্রই প্রাথমিক সমীক্ষা শুরু হতে চলেছে, জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন৷ শুক্রবার সিলেট-শিলচর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক অধিকতর মজবুত করার চেষ্টা সব সময় করে চলেন তাঁরা৷ করিমগঞ্জের ওপর দিয়ে ভারত-বাংলাদেশ বাস যোগাযোগ সময়ের অপেক্ষা মাত্র৷ রাস্তার কিছু সমস্যা রয়েছে, তা মিটে গেলেই দুই দেশে বাস সেবা চালু হয়ে যাবে৷ তবে বরাকবাসীর তরফে শিলচরে ভিসা কার্যালয় স্থাপনের যে দাবি রয়েছে, তাতে বেশি আগ্রহ দেখাননি৷ শুধু বলেন, তিনি এ ব্যাপারে খোঁজ নেবেন৷
মোমেন অবশ্য ভিসাহীন ভারত-বাংলাদেশ যাতায়াতের পক্ষপাতী বলেই মন্তব্য করেন৷ রঞ্জনেরসিলেট, ৬ অক্টোবর: ত্রিপুরায় ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু যে ভাবে ভারত-বাংলাদেশকে যুক্ত করেছে, ঠিক সেই ভাবে অসমের করিমগঞ্জে কুশিয়ারা নদীর উপর আর একটি সেতু নির্মাণের কথা ভাবছে বাংলাদেশ সরকার৷কবে থেকে কী ভাবে করিমগঞ্জ-জকিগঞ্জ সেতু নির্মাণের সরকারি প্রক্রিয়া শুরু হবে, তা এখনও চূড়ান্ত না হলেও এ ব্যাপারে শীঘ্রই প্রাথমিক সমীক্ষা করার কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন৷ শুক্রবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক মজবুততর করার সব ধরনের চেষ্টা করে চলেছেন তাঁরা৷ করিমগঞ্জের ওপর দিয়ে ভারত-বাংলাদেশ বাস যোগাযোগ সময়ের অপেক্ষা মাত্র৷ রাস্তার কিছু সমস্যা রয়েছে, তা মিটে গেলেই দুই দেশে বাস সেবা চালু হয়ে যাবে৷ তবে বরাকবাসীর তরফে শিলচরে ভিসা কার্যালয় স্থাপনের যে দাবি রয়েছে, তাতে বেশি আগ্রহ দেখাননি৷ শুধু বলেন, তিনি এ ব্যাপারে খোঁজ নেবেন৷
মোমেন অবশ্য ভিসাহীন ভারত-বাংলাদেশ যাতায়াতের পক্ষপাতী বলেই মন্তব্য করেন৷ ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের দিকে তাকিয়ে বলেন, “আমরা ভারতের সঙ্গে অবাধ সম্পর্কই চাই৷” রাজকুমার রঞ্জন তখন নীরব থাকেন৷
শুক্রবার বাংলাদেশের সিলেটে তিনদিন ব্যাপী শিলচর-সিলেট উৎসবের উদ্বোধন হয়৷ মোমেনই এর উদ্বোধন করেন৷ রঞ্জন ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, মেঘালয়ের সাংসদ ভিনসেন্ট পলা, প্রাক্তন সাংসদ স্বপন সেনগুপ্ত প্রমুখ৷ উৎসবের যৌথ আয়োজক ইন্ডিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশ ফাউন্ডৈশন ফর রিজিয়নাল স্টাডিজ৷ এটি এই ধরনের দ্বিতীয় উৎসব৷ প্রথমটি হয় গত বছরের ডিসেম্বরে শিলচরে৷