Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে সাধারণতন্ত্র দিবসে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ
২৭ জানুয়ারি: করিমগঞ্জে সাধারণতন্ত্র দিবস পালনের সরকারি অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় মঙ্গলবার। সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে জেলাশাসক আনবামুথান এম পি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর এই সংবর্ধনার আয়োজন করা হয়। সমাজকর্মী হিসেবে আসাম-মিজোরাম সীমান্তে সম্প্রীতির ভূমিকার জন্য চেরাগী জিপি সভাপতি বাবিরিল চরাইকে, দুইজন প্রগতিশীল কৃষক মলুয়ার হাসান মিয়া ও তেলিখালেরপারের শিল্পী রানীকে সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষাক্ষেত্রে হরিনগর জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ রাধাকৃষ্ণ পিনোয়ারকেও দেওয়া হয় সংবর্ধনা।সরকারি উন্নয়নমূলক প্রকল্পের প্রদর্শনীতে প্রথম পিএইচপি বিভাগ, দ্বিতীয় জাতীয় স্বাস্থ্য মিশন এবং তৃতীয় পুরস্কার ডিআরডিএ-কে দেওয়া হয়। অন্যদিকে কুচকাওয়াজে প্রথম জুনিটিলা সিআরপিএফ, দ্বিতীয় পুলিশের মহিলা শাখার ডিইএফ গ্রুপ এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয় পুলিশের করিমগঞ্জ ডিইএফ-কে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত ডিজিটাল প্ল্যাটফর্মে পেইন্টিং এবং রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।এলপি স্কুলের পেইন্টিং প্রতিযোগিতায় ঈশান দাস প্রথম, তুহিনা দত্ত দ্বিতীয় এবং অন্বেষা সিনহা তৃতীয় স্থান দখল করে। আপার প্রাইমারি পেইন্টিং প্রতিযোগিতায় বিবেক সিনহা প্রথম, সৃজন দাস দ্বিতীয়, অনুশিকা চক্রবর্তী তৃতীয় স্থান দখল করে। রচনা প্রতিযোগিতায় ধৃতি মুখার্জি প্রথম, মোহাম্মদ আবু সিদ্দিক দ্বিতীয় ও অদ্বিতীয়া দত্ত তৃতীয় স্থান দখল করে।