Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে শুরু রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ
২০ ফেব্রুয়ারি: করিমগঞ্জ জেলায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ শুরু হয়েছে।সাংসদ কৃপানাথ মালা শনিবার করিমগঞ্জ শহরের ভিকমচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে এই আধার লিঙ্কিং কাজের সূচনা করেন। অনুষ্ঠানে ৩০জন খাদ্য সুরক্ষা কার্ডধারীকে তাদের রেশন কার্ড ন্যাশনাল পোর্টেবিলিটির সঙ্গে লিংকিং করে বন্টন করা হয়। সভায় ডিডিসি বিক্রম দেবশর্মা, অতিরিক্ত জেলাশাসক নিসর্গ হিভারে প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এক জাতি এক কার্ড এই কর্মসূচির আওতায় রেশন কার্ডগুলির আধার লিংকিঙের কাজ শুরু হয়েছে। এই কাজে ন্যাশনাল পোর্টেবিলিটি থেকে স্মার্ট কার্ড ইস্যু করা হবে।ফলে এই কার্ড দিয়ে দেশের যে কোনও জায়গায় রেশন কার্ড সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। সরবরাহ বিভাগ থেকে জানানো হয়েছে, জেলার সব খাদ্য সুরক্ষার কার্ডকে পর্যায়ক্রমে আধার লিংক-এর আওতায় আনা হবে। তবে এজন্য খাদ্য সুরক্ষা কার্ডের মালিকদের আধার কার্ড থাকতে হবে।