Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ভোটকর্মীদের প্রশিক্ষণ রবিবার বেলা এগারোটায়
ওয়েটুবরাক, ২৭ মার্চ: করিমগঞ্জ কলেজের মাঠে ভোটকর্মীদের ভোট সামগ্রী বিতরণ ও গ্রহণের সাথে জড়িত কর্মীদের এক প্রশিক্ষণ রবিবার বেলা ১১ টার সময় করিমগঞ্জ কলেজের মাঠে অনুষ্ঠিত হবে । ৩০ মার্চ ও ৩১ মার্চ ভোট কর্মীদের কাছে ভোট সামগ্রী সমঝে দেওয়ার জন্য এবং গ্রহণ করার জন্য বিধানসভা ভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে । রাতাবাড়ি বিধানসভা আসনের জন্য ১ থেকে ৮ নম্বর কাউন্টার, পাথারকান্দি বিধানসভা আসনের জন্য ৯ নম্বর থেকে ১৬ নম্বর কাউন্টার, উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের জন্য ১৭ নম্বর থেকে ২৪ নম্বর কাউন্টার, দক্ষিণ করিমগঞ্জ এর জন্য ২৫ নম্বর থেকে ৩২ নম্বর এবং বদরপুর আসনের জন্য ৩৩ নম্বর থেকে ৪০ নম্বর কাউন্টার রয়েছে ।
এই নির্দিষ্ট কাউন্টারগুলোতে নিযুক্ত কর্মীরা ৩০ ও ৩১ মার্চ সকাল সাতটায় উপস্থিত থাকবেন এবং ভোট কর্মীদের হাতে ভোট সামগ্রী তুলে দেবেন । পুনরায় ভোট গ্রহণের দিন অর্থাৎ ১ এপ্রিল বিকেল তিনটার সময় ভোট সামগ্রী অর্থাৎ সিল হওয়া ইভিএম গ্রহনের জন্য তারা করিমগঞ্জ কলেজের মাঠে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে প্রিসাইডিং অফিসার ডাইরি পরীক্ষার জন্য নিয়োজিত কর্মীরা ১ এপ্রিল বেলা তিনটার সময় কলেজের মাঠে উপস্থিত থাকতে নির্দেশে বলা হয়েছে ।