Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে বিজেপিকে জেতানোয় মিশনকে রাজ্যসভায় পাঠানো হল : হিমন্ত

ওয়েটুবরাক, ২৩ আগস্ট : সত্তরের দশকে করিমগঞ্জ থেকে শেষবারের মতো রাজ্যসভায় গিয়েছিলেন নৃপতিরঞ্জন চৌধুরী৷ পাঁচ দশক পরে এ বার আরও একজন রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন৷ মিশনরঞ্জন দাসের আচমকা সাংসদ হওয়ার জন্য করিমগঞ্জের ভোটারদেরই কৃতিত্ব দেন মুখ্যমন্ত্রী৷

Rananuj

একে তো রাজ্যসভার নির্বাচনে জেতার জন্য সাধারণ জনতার ভোটের প্রয়োজন পড়ে না৷ এর ওপর, মিশনরঞ্জন দাসের বিরুদ্ধে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হচ্ছেন৷ তাহলে করিমগঞ্জের ভোটারদের কৃতিত্ব দিলেন কেন, এরও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি বলেন, প্রায় অনিশ্চিত করিমগঞ্জ আসনে বিজেপির কৃপানাথ মালাকে পুনরায় বিজয়ী করায় তিনি অত্যন্ত খুশি হয়েছেন৷ করিমগঞ্জ আসনে বিজেপির জয়কে তিনি এ বারের লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য বলে উল্লেখ করেন৷ এরই স্বীকৃতিস্বরূপ করিমগঞ্জ থেকে একজনকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ওই সূত্রেই মিশনরঞ্জন দাসকে টিকিট পাইয়ে দেওয়ার জন্য জোর তদ্বির করেন এবং সফলও হন বলে জানান হিমন্ত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker