Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে বরাক বঙ্গের তিনদিনের অধিবেশন উদ্বোধন
ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি : শুক্রবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের তিনদিনের কেন্দ্রীয় অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আনন্দবাজার পত্রিকার সহযোগী সম্পাদক তথা গবেষক-লেখক ড. সেমন্তী ঘোষ। শুক্রবার রাতে প্রদীপ প্রজ্জ্বলন করে তিনি বলেন, বরাক উপত্যকায় এই সম্মেলন ও তার কাজকর্মের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিশেষ করে, এর বহুভাষিক চরিত্র শ্লাঘার বিষয়৷ কবি শঙ্খ ঘোষের কন্যা সেমন্তী জানান, এই ধরনেরই অনুষ্ঠানে তাঁর বাবাও এসেছিলেন। মুখ্য অতিথির ভাষণে বারাসাত সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. রঙিলী বিশ্বাস বলেন, বরাকের সঙ্গে তাঁর বহু পুরনো সম্পর্ক। বাংলা ভাষাকে আগ্রাসন মুক্ত রাখতে বরাক বঙ্গের যে অপরিসীম গুরুত্ব রয়েছে, সে কথা উল্লেখ করেন হেমাঙ্গ বিশ্বাসের কন্যা রঙিলী। কলকাতা ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অনিন্দিতা ঘোষাল, বাংলাদেশ সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক মিহির কান্তি চৌধুরী, বিহার বাঙালি সমিতির সভাপতি দিলীপ সিনহা, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান অধ্যাপক ঊষা রঞ্জন ভট্টাচার্য প্রমুখ বাঙালির সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। বরাক বঙ্গের সভাপতি রাধিকারঞ্জন চক্রবর্তীও মূল্যবান ভাষণ দেন৷
কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মৃতিমঞ্চে এ দিন অধিবেশনের স্মরণিকার উন্মোচন করা হয়।