Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে জাপানিজ এনকেফেলাইটিস, দুইজনের মৃত্যু

ওয়েটুবরাক, ১৫ জুলাই : জাপানিজ এনকেফেলাইটিসের থাবায় বরাক উপত্যকায় দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ করিমগঞ্জে দুইজনের মৃত্যুর কারণ জাপানিজ এনকেফেলাইটিস বলে নিশ্চিত হতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর৷ উদ্বেগে সাধারণ জনতা৷

রামকৃষ্ণনগরের নরেশ নাথ অনেকদিন ধরেই জ্বরে ভুগছিলেন৷ বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ অবস্থার অবনতি হতে থাকায় বাড়ি নিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা৷ কিন্তু বাড়িতে নিয়ে পৌঁছানো যায়নি৷ পথেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৪৫ বছরের নরেশ৷

আর একজনের নাম বীণা বণিক৷ বাড়ি বদরপুরের শ্রীনগর কলোনি৷ জ্বর কমছিল না বলে ভর্তি করা হয়েছিল করিমগঞ্জ সিভিল হাসপাতালে৷ সেখান নিয়ে আসা হয়েছিল শিলচর মেডিক্যাল কলেজে৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷

স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, দুই জনের পাড়াতেই ফগিং করা হয়েছে৷ ওষুধযুক্ত মশারি ব্যবহারের ব্যাপারে এলাকাবাসীর মধ্যে সচেনতা গড়ে তোলা হচ্ছে৷ একই ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে জেলার অন্যান্য এলাকাতেও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker