Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ছয় আইনজীবীর মরণোত্তর দেহদানে অঙ্গীকার
ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইনজীবী সংস্থার সভাপতি বিশ্ববরণ বরুয়া, সম্পাদক প্রদীপ চৌধুরী , আইনজীবী সুরুচি রায়, হীরক দত্ত, পিকলু দাস এবং দেবাশিস চক্রবর্তী মরণোত্তর দেহদানে সম্মতি জানিয়ে অঙ্গীকার পত্রে স্বাক্ষরপ্রদান করলেন।
হিউম্যান সায়েন্স ফোরামের সভাপতি পরিতোষ চন্দ্র দত্ত, সহ সভাপতি ইন্দ্রানী ভট্টাচার্য, নির্মল কুমার দাস, বিবেক আচার্য ও সন্দীপন ধর দেহদানে অঙ্গীকারবদ্ধ হওয়া প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানান৷ তাঁরা বলেন, মানুষ সমাজবদ্ধ জীব এবং সমাজের প্রত্যেক মানুষ একে অন্যের উপর নির্ভরশীল। মরণোত্তর দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ মানুষের দেহে প্রতিস্থাপিত করে সুস্থ করা আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য । এই কাজের মাধ্যমেই মৃত্যুর পরও নিজেকে অন্যের মধ্যে বাঁচিয়ে রাখা সম্ভব। এছাড়াও এটা সকলের জানা রয়েছে, চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য অনেক অজানাকে জানার সুযোগের দরজা খুলে দেওয়ার মাধ্যমে চিকিৎসা শাস্ত্রের উন্নতি সম্ভব। একই সাথে এই সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবাইকে একসাথে মিলে কাজ করার অনুরোধও রাখা হয়। আলোচনায় অংশ নেন বিশ্ববরণ বরুয়া, পিকলু দাস এবং সুরুচি রায়ও।পরে প্রশ্নোত্তর পর্বে বেশ কয়েকজন আইনজীবীর প্রশ্নের উত্তর দেওয়া হয়।