Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে গিয়ে বিনামূল্যে দেড়শো রোগী দেখলেন নিউরো বিশেষজ্ঞ সম্বুদ্ধ ধর
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম নিউরোচিকিৎসক সম্বুদ্ধ ধর রবিবার করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন স্কুলের প্রাঙ্গণে দেড় শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা করলেন ।
লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ এবং খুশী স্মৃতি সংস্থা করিমগঞ্জ, নর্থ ইস্ট ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স (নেইন্স) এর ব্যবস্থাপনায় বিনামূল্যে একটি নিউরো চিকিৎসা শিবিরের আয়োজন করে। তাতে শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান চিকিৎসক সম্বুদ্ধ ধর বিনামূল্যে রোগী দেখেন৷ সঙ্গে বিনামূল্যে নার্ভের টেস্ট এনসিভি এবং ইইজি পরীক্ষা করানো হয়।
এদিন প্রথমে তাঁকে উত্তরীয় ও মহাপুরুষদের ছবি দিয়ে বরণ করেন বারইগ্রাম শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধা বিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটির পক্ষে সহ সভাপতি ডা, দুর্বাদল দাস, সুলেখা দত্ত চৌধুরী, সুজিত রায় প্রমুখ । অনুরূপ ভাবে লায়ন্স ক্লাব অব করিমগঞ্জের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করেন শিখা দে, শঙ্কর বণিক এবং করিমগঞ্জ খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করেন সৌমিত্র পাল, পার্থ দাস৷
রুপোর কলম উপহার দিয়ে বরণ করেন সংস্থার উপদেষ্টা আসুব্রত চৌধুরী। এদিন স্বাস্থ্য শিবিরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা:সম্বুদ্ধ ধর, শিখা দে, অরূপ রায় প্রমুখ ।
এদিন স্বাস্থ্য শিবিরে সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন আরএমও হৃষিকেশ সিনহা ও সোম দুবে,
মার্কেটিং এক্সিকিউটিভ বিশু দেব সহ
বনো দেব, মুজাহিদুল ইসলাম, আরিফ উদ্দিন মিঞা, মিস রুথি, মিস সঞ্জিত, নীলাঞ্জন চক্রবর্তী, সৌরভ পাল প্রমুখ।
শিবির পরিচালনায় সহযোগিতায় ছিলেন লায়ন্স ক্লাবের সন্তোষ জৈন, রূপালী দেব, খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে ছিলেন অরূপ দাস, দেবজ্যোতি দাস, মৌসুমী ভট্টাচার্য, সুমিতা রায়, ভগিনী নিবেদিতা সংস্থার পক্ষে সোনিয়া দেব, সাংকল রায় দত্ত, সোমা রায়, প্রবালিকা নমঃশূদ্র ও স্বপ্না বিশ্বাস ।