Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে গণনায় অনিয়ম! পুনর্নির্বাচন দাবি কংগ্রেস প্রার্থীর
ওয়েটুবরাক, ১৩ জুনঃ করিমগঞ্জ লোকসভা আসনে ভোট পড়েছে ১৮,৩৬,৫৩৮টি। কিন্তু গণনা হয়েছে ১৮,৪০,৩৪৯টি। কী করে বাড়ল ৩৮১১ ভোট, এই প্রশ্ন তুলে কংগ্রেস প্রার্থী হাফিজ রসিদ আহমেদ চৌধুরী নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। করিমগঞ্জ আসনের নির্বাচন প্রক্রিয়া বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করেছেন। তাঁর কথায়, এ বড়সড় অনিয়মের ঘটনা। পুনর্নির্বাচনের দাবি মানা না হলে আদালতের দ্বারস্থ হবেন। তিনি বিজয়ী কৃপানাথ মালার শপথগ্রহণ স্থগিত রাখারও আর্জি জানিয়েছেন।
নির্বাচন কমিশন বা আদালত যে রায় দেবে, সেটা মেনে নেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গণনার শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়লেও শেষপর্যন্ত হাফিজ ১৮,৩৬০ ভোটে পরাজিত হন। বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য দাবি করেন, এখন ভোট হলে কংগ্রেস এক লক্ষ ভোটে হারবে। তবে তিনি স্বীকার করেন, পরিসংখ্যানগত ত্রুটি নিশ্চিতই হয়েছে। রিটার্নিং অফিসার যাদব বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি কাজে যোগ দিলে এ নিয়ে তাঁরা তাঁর স্পষ্টীকরণ জানতে চাইবেন। সুব্রত পাশাপাশি এও শোনান, কংগ্রেস প্রার্থী অহেতুক জলঘোলা করছেন। বাড়তি ভোটের সবকটি দিয়ে দিলেও তাঁর পক্ষে জেতা সম্ভব নয়।
রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার অনুরাগ গোয়েল এখনই এই বিষয়ে মুখ খুলতে চাইলেন না।