NE UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে কৃপাই, শিলচরে শুক্লবৈদ্য
ওয়েটুবরাক, ২ মার্চ : সব জল্পনার অবসান ঘটল৷ সংরক্ষণ উঠে যাওয়ার পরও করিমগঞ্জ লোকসভা আসনে বর্তমান সাংসদ কৃপানাথ মালাকেই প্রার্থী করল বিজেপি৷ শিলচর সংসদীয় আসনে শাসকদলের প্রার্থী হলেন রাজ্যের আবগারি, মৎস্য ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ চমক রয়েছে রাজ্যের অন্য কয়টি আসনেও৷ নগাঁও আসনে গেরুয়া বাহিনীর প্রার্থী হলেন সদ্য কংগ্রেস ত্যাগী সুরেশ বরা, গুয়াহাটিতে টিকিট পেয়েছেন বিজুলি কলিতা মেধি৷ সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড়ে টিকিট পেয়েছেন৷ ডিফু আসনের নতুন প্রার্থী অমর সিং তিসু৷ পুরনো বিজেপি নেতা রঞ্জিত দত্তকে দল শোণিতপুরে প্রার্থী করেছে৷ দিলীপ শইকিয়া লড়বেন দরঙ-ওদালগুড়ি আসনে৷ যোরহাটে তপনকুমার গগৈ, কাজিরাঙায় কামাখ্যা প্রসাদ তাসা, লখিমপুরে বিজেপি প্রার্থী প্রদান বরুয়া৷
রাজ্যের ১৪ আসনের মধ্যে বিজেপি অগপকে দুটি এবং ইউপিপিএলকে একটি আসন ছেড়ে দিয়েছে৷ বাকি ১১ আসনের তালিকা ঘোষণা হল শনিবার৷