ওয়েটুবরাক, ২ এপ্রিল : করিমগঞ্জ কলেজে স্থাপিত স্ট্রংরুমে জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের ভোটবন্দি ইভিএমগুলো কড়া নিরাপত্তা ব্যবস্থায় সিল করা হয়েছে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্ট্রংরুম সিল করা হয়। স্ট্রংরুমে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। ১৫ আইআর ব্যাটালিয়ন, আসাম পুলিশ, সিআরপি’র প্রহরার পাশাপাশি স্ট্রংরুমে সারাক্ষণ সিসিটিভি নজরদারির
ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, জেলাশাসকের কার্যালয়ে থাকা নির্বাচন সংক্রান্ত কন্ট্রোল রুমটি করিমগঞ্জ কলেজে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এই কন্ট্রোল রুম কলেজে স্থাপিত স্ট্রংরুমের পাশে থাকবে। নিরাপত্তাজনিত কারণে এই কন্ট্রোল রুম স্থানান্তর করার হয়েছে। কন্ট্রোল রুমের ০৩৮৪৩-২৬২৬২৭ নম্বর ল্যান্ডলাইনটি এখন থেকে গাননা পর্যন্ত কলেজে কার্যকর থাকবে তা ছাড়া ১৮০০৩৪৫১১০১ টোল ফ্রি নম্বরও কলেজে মজুত রয়েছে । অতিরিক্ত জেলাশাসক পি কে গুপ্তা এই কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে রয়েছেন এবং তিনি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন । এছাড়া অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইশান সিং স্ট্রংরুমের দৈনন্দিন কাজকর্মে এডিসি পি কে গুপ্তার সঙ্গে থাকবেন।
এদিকে, বৃহস্পতিবার ভোটদানে করিমগঞ্জের রাতাবাড়ি কেন্দ্রে ৭৮.৬১ শতাংশ ভোট পড়েছে। পাথারকান্দিতে ৭৮.৫১ শতাংশ। উত্তর করিমগঞ্জে ৭৩.৮৯ শতাংশ। দক্ষিণ করিমগঞ্জে ৭৭.৭৯ শতাংশ। এবং বদরপুর কেন্দ্রে ৮০.২৬ শতাংশ ভোট পড়েছে বলে জনসংযোগের করিমগঞ্জ শাখার এক প্রেস বার্তায় জানানো হয়েছে।