Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের সব নদী বিপদসীমা ছাড়িয়ে
ওয়েটুবরাক, ১ জুলাইঃ করিমগঞ্জের সমস্ত নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে এখনও প্রথম বন্যার জল জেলার বহু এলাকা থেকে বেরোয়নি, অন্যদিকে আরও কযেকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। কুশিয়ারা নদী বেলা বারোটায়, সিংলা বেলা দুইটায় এবং লঙাই নদী সন্ধ্যা ছয়টায় নিজ নিজ বিপদসীমা অতিক্রম করে। রাত সাতটায় সব নদীর জল ক্রমে বাড়ছে। কুশিয়ারা পাঁচ-ছয় সেমি করে বাড়লেও অন্য দুই নদী চোদ্দ-পনোরো সেমি করে বাড়ছে।