Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের শরণার্থীহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বুধবার থেকে খোলা
ওয়েটুবরাক, ২৫ জুনঃ বন্যার দরুন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে করিমগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ খোলা থাকবে। তবে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও সরকারি ত্রাণ শিবির অব্যাহত রয়েছে, সেগুলিতে প্রাতিষ্ঠানিক কাজকর্ম বন্ধই থাকবে। করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব জানান, এই নির্দেশ সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
প্রসঙ্গত, করিমগঞ্জ জেলার ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এই সময়ে ১৪০০০ জন শরণার্থী রয়েছেন।