Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জেও অনুষ্ঠান আয়োজনে প্রশাসনের অনুমতি নিতে হবে
ওয়েটুবরাক, ২১ এপ্রিল: করিমগঞ্জেও করোনা প্রতিরোধে জেলার সব হাটবাজার, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল ইত্যাদি প্রতিদিন সন্ধ্যা ছটায় বন্ধ রাখতে প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে হলেও প্রশাসনের অনুমতি নিতে হবে। উপাসনাস্থলগুলিতে ঘন্টায় ২০ জন লোক সমবেত হতে পারবেন । শেষকৃত্যেও সর্বাধিক ২০ জন লোক সমবেত হওয়া যাবে।যানবাহনগুলিতে অর্ধেক আসন খালি রেখে চলাচল করতে বলা হয়েছে।
মাস্ক পরিধান বাধ্যতামূলক৷ না হলে এক হাজার টাকা করে জরিমানা গুণতে হবে৷ পাশাপাশি সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে জেলাজুড়ে মাইকিং অব্যাহত রয়েছে । এদিকে মঙ্গলবার জেলায় ১১২৭ জনের সোয়াব পরীক্ষা করে ১৩ জনকে পজিটিভ পাওয়া যায় । এদিন ১৩ জনকে ডিসচার্জ হয়েছে । ফলে জেলায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১০০ জন৷