India & World UpdatesHappeningsBreaking News
করমণ্ডল-দুর্গপুরীর পর এ বার ওডিশার রূপসায় মালগাড়িতে আগুন
ভুবনেশ্বর : ফের ‘অভিশপ্ত’ ওডিশার বালাসোর। শনিবার সকালে বালাসোরের রূপসা স্টেশনে একটি মালগাড়িতে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ওই স্টেশনে দাঁড়িয়েই ছিল মালগাড়িটি। সেই সময় বগিতে আগুন ধরে যায়। সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। তার ওপর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
রেল সূত্রে খবর, রূপসা স্টেশনে শুক্রবার রাত থেকে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। এদিন সকালে স্টেশনে উপস্থিত কয়েকজন ওই মালগাড়ির বগি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্টেশন মাস্টার এবং রেলকর্মীদের। দমকলকর্মীরা স্টেশনে পৌঁছান। মালগাড়িতে কয়লা বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
বৃহস্পতিবারও ওডিশার নৌপাড়া জেলায় দুর্গপুরী এক্সপ্রেসের একটি এসি কামরায় আগুন লেগে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনও ক্ষতি বা আহত হওয়ার খবর নেই। রেলের তরফে জানানো হয়, ঘর্ষণের ফলে ব্রেক পেডে আগুন ধরে যায়। তবে আগুন নিভিয়ে ফেলার পর ট্রেনটি ওইদিন রাত ১১টা নাগাদ ফের রওনা হয়।
সম্প্রতি, বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। গত শুক্রবার বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। প্রথমে করমণ্ডল এক্সপ্রেস তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে একই লাইনে আগে চলতে-থাকা একটি মালগাড়ির পিছনে। ২৩টি কামরার মধ্যে ১৫টি কামরা লাইনচ্যুত হয়ে পাশের ডাউন লাইনে ও নয়ানজুলিতে পড়ে যায়। সেই লাইন দিয়ে তখন উলটো দিক দিয়ে আসছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরাগুলি গিয়ে পড়ে ডাউন লাইনের উপর। বেঙ্গালুরু-হাওড়া ডাউন ট্রেনটি সেই বেলাইন কামরাগুলির উপর এসে পড়ে। হাওড়াগামী সেই ট্রেনটিরও দু’টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮৮।