Barak UpdatesHappeningsBreaking News
কম্পিউটারের বিভিন্ন কোর্সে ডিপ্লোমা গ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান রাধামাধব কলেজে
ওয়ে টু বরাক, ২০ নভেম্বর : শিলচর রাধামাধব কলেজ সেল্ফ ফাইনান্সিং সেলের উদ্যোগে কম্পিউটারের বিভিন্ন কোর্সে ডিপ্লোমা গ্রহণ করা ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় সোমবার। কলেজে যে সব কোর্স চালানো হয় সেগুলি সম্পূর্ণ করার পর এ দিন আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায়, আইকিউএসির কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. রুমা নাথ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ড. সুমিতা বসু, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য্য প্রমুখ ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
এ দিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর সোনালি চৌধুরী জানান, রাধামাধব কলেজ সেল্ফ ফাইনান্সিং সেলের অধীনে এই সব কোর্স চালানো হয় । কোর্সগুলির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার এপ্লিকেশন, সার্টিফিকেট ইন ট্যালি, ডিপ্লোমা ইন লাইব্রেরি ইনফর্মেশন সায়েন্স, সাইবার সিকিউরিটি, সার্টিফিকেট কোর্স ইন সংস্কৃত ও বিউটিশিয়ান কোর্স ।
প্রতিবছর কলেজে এই কোর্সগুলি করানো হয়, এতে শুধু কলেজের নয় কলেজের বাইরে থেকেও ইচ্ছুক ছাত্রছাত্রীরা যোগদান করতে পারে বলে জানান তিনি। খুব কম খরচে এই কোর্সগুলি করানো হয় যেগুলি কলেজের ইউজিসি স্বীকৃত কোর্সের অধীনে পড়ে এবং কলেজ থেকে সার্টিফিকেট দেওয়া হয়। কোর্সগুলি করতে ইচ্ছুকদের সরাসরি রাধামাধব কলেজে এসে যোগাযোগ করার আহ্বান জানান আইকিউএসি-র কো-অর্ডিনেটর সোনালি চৌধুরী।