India & World UpdatesHappeningsBreaking News
কমান্ডার পর্যায়ের বৈঠক নিষ্ফলা, ভারত-চিন বিবাদ অব্যাহত
২জুলাই: চিন ও ভারতের মধ্যে সীমান্ত বিবাদ অব্যাহত। তৃতীয় পর্যায়ের কমান্ডার পর্যায়ের বৈঠকেও কোনও ইতিবাচক সমাধান বেরোয়নি। তবে, চিনের আগ্রাসী মনোভাবকে মোটেই আমল দিচ্ছে না দেশ। বরং বাড়তি সেনা মোতায়েন সহ সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ক্রমশ নিজের সামরিক শক্তি বাড়াচ্ছে দেশ। এবারে রাশিয়া থেকে ৩৩ টি যুদ্ধ বিমান কেনার প্রস্তাবে সিল-মোহর লাগিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই কথা জানান। বলেন, মোট ১৮১৪৮ কোটির আর্থিক বাজেটে ১২ টি সু-৩০ এমকেআইএস ও ২১ টি মিগ-২৯ ও ৫৯মিগ-এর আপগ্রেড বিমান রয়েছে। ভারতীয় বিমান বাহিনীকে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আরও শক্তিশালী করে তুলতেই এই পদক্ষেপ বলে জানান রাজনাথ সিং।