Barak UpdatesHappeningsBreaking News

কবীন্দ্র পুরকায়স্থকে পিএইচডি, বাড়ি গিয়ে চিঠি দিয়ে এলেন উপাচার্য

ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর : তিনবার সাংসদ ছিলেন, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তাই কবীন্দ্র পুরকায়স্থ এখন রাজনীতিবিদ হিসাবেই বিশেষ ভাবে পরিচিত৷ চাকরিতে ইস্তফা দিয়ে উত্তর-পূর্ব জুড়ে বিজেপির প্রতিষ্ঠায় যিনি প্রাণপণ কাজ করে গিয়েছেন, তিনি রাজনীতিবিদ-সমাজসেবী তো বটেই, তবে এর আগে কবীন্দ্র পুরকায়স্থ শিক্ষাজগতে বিরাট অবদান রেখেছেন৷ সহকারী শিক্ষক কি অধ্যক্ষ, যে পদেই থাকুন না কেন, ছাত্রদের মানুষ হিসাবে গড়ে তুলতেই আত্মনিয়োজিত ছিলেন৷ একসময় শিক্ষার প্রচার-প্রসারই ছিল তাঁর ধ্যানজ্ঞান৷

এমন ব্যক্তিত্বকেই এ বার শিক্ষাক্ষেত্র ও সমাজসেবায় বিশাল অবদানের জন্য সান্মানিক পিএইচডি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়৷ শনিবার প্রবল ব্যক্তিত্বের অধিকারী কবীন্দ্র পুরকায়স্থের নতুনপট্টি স্থিত বাসভবনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের কথা লিখিত ভাবে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ৷ তিনি তাঁকে আগামী ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত থেকে এই সান্মানিক ডিগ্রি গ্রহণের অনুরোধ জানিয়েছেন৷

এবারের সমাবর্তনে তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সান্মানিক পিএইচডি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল৷ কবীন্দ্র পুরকায়স্থের সঙ্গে এই বিশেষ ডিগ্রি প্রদান করা হবে বিশিষ্ট সাহিত্যিক, অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি রংবং তেরং এবং বিশিষ্ট লেখক-চিন্তাবিদ দিগন্ত বিশ্ব শর্মাকে৷ এ দিন বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের এক প্রতিনিধি দল রংবং তেরঙের বাড়ি গিয়ে তাঁকে সমাবর্তনে উপস্থিত থেকে পিএইচডি ডিগ্রি গ্রহণের লিখিত আমন্ত্রণ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker