Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমি ! কবিগুরুকে সামনে রেখে করিমগঞ্জের নামবদল
ওয়েটুবরাক, ১৯ নভেম্বর: “মমতাবিহীন কালস্রোতে/বাংলার রাষ্ট্রসীমা হোতে/নির্বাসিতা তুমি/সুন্দরী শ্রীভূমি।’’
১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট সফরে গিয়ে অবিভক্ত ভারতের এই অঞ্চলকে ‘শ্রীভূমি’ বলে উল্লেখ করেছিলেন। এবার তাঁর এই পংক্তিকে সামনে রেখেই করিমগঞ্জ জেলার নামবদলের সিদ্ধান্ত নিল আসাম মন্ত্রিসভা। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, করিমগঞ্জ নামের কোনও আভিধানিক অর্থ নেই। তাই তারা নতুন নামের জন্য কবিগুরু রবীন্দ্রনাথের শরণ নেন।
মুখ্যমন্ত্রী বলেন, শ্রীভূমির সঙ্গে ইতিহাস, অভিধান, কবিগুরু সব জড়িয়ে রয়েছে। কিন্তু করিমগঞ্জ নামের কোনও ঐতিহাসিক প্রতিনিধিত্বও নেই। তাই শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
তবে এই নামবদলের ব্যাপারে অনেকদিন ধরেই আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা শহরটিতে পক্ষে-বিপক্ষে চর্চা চলছে। পাঁচ বছর আগে বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব শ্রীভূমি নামাকরণের প্রস্তাব দিলে অনেকে এর মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে পান। সমাজ মাধ্যমে এ দিনও কেউ কেউ মন্তব্য করেছেন, করিম নামেই আসলে সমস্যা হিমন্ত-শিলাদিত্যদের। এ বার বদরপুরের নামও বদলে দেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রী নিজেই এদিন জানিয়ে দেন, শুধু করিমগঞ্জই নয়, আভিধানিক অর্থ নেই, এমন আরও নাম বদলানো হবে।
কিন্তু করিমগঞ্জের নাম বদলাতে গিয়ে রবীন্দ্রনাথকে জুড়ে দেওয়ার দরুন সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা বিজেপি বিরোধীরা মুখ খুলতে পারছেন না। আরএসএস সদস্যরা অবশ্য মন্ত্রিসভার এই নামবদলের সিদ্ধান্তকে ‘বড় খবর’ বলে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করছেন।