India & World UpdatesHappeningsBreaking News
কংগ্রেস ফের বুঝিয়ে দিল, গান্ধী পরিবার ছাড়া দলের গতি নেই
২৫ আগস্টঃ মনমোহন সিংহ, এ কে অ্যান্টনির মত প্রবীণ নেতারা সনিয়া গান্ধীকেই আপাতত সভানেত্রীর পদে থেকে যাওয়ার অনুরোধ জানালেন। অন্যদিকে, কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাহুল গান্ধীকে ফের কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার আর্জি জানালেন। গান্ধী পরিবারের বাইরের কারও সভাপতি হওয়ার সম্ভাবনা খারিজ করে দেন তাঁরা।
সনিয়া আগেই দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে চিঠি লিখে জানিয়েছিলেন, তিনি অন্তর্বর্তী সভানেত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন। তিনি লেখেন, ‘দলের স্বার্থে আমি ওয়ার্কিং কমিটিকে অনুরোধ করছি, আমাকে অব্যাহতি দিতে দায়িত্ব বদলের প্রক্রিয়া শুরু করা হোক’।