India & World UpdatesBreaking News
কংগ্রেস এগিয়ে, মুখ থুবড়ে বিজেপি, ব্যতিক্রম মিজোরাম
Congress leading, BJP trailing

১১ ডিসেম্বরঃ পাঁচ রাজ্যের ফলাফলে অনেক এগিয়ে কংগ্রেস। পিছনে বিজেপি। রাজস্থানে গেরুয়াবাহিনী কংগ্রেস থেকে অনেকটাই দূরে। ছত্তিশগড়েও প্রায় একই। মধ্যপ্রদেশে কংগ্রেস-বিজেপি সমানে সমানে এগোচ্ছে। তেলেঙ্গানায় টিআরএসের ধারেকাছে কেউ নেই।
মিজোরামের ৪০ আসনে এমএনএফ ২৫, কংগ্রেস ১০, বিজেপি ১, জেডপিএম ১, অন্যান্য ৩ ।
মধ্যপ্রদেশে ২৩০ আসনে বিজেপি ১০০, কংগ্রেস ১০৬, বিএসপি ৬, অন্যান্য ৬।
রাজস্থানে ২০০ আসনে বিজেপি ৭৮, কংগ্রেস ১০৩, বিএসপি ৩, অন্যান্য ১৩।
ছত্তিশগড়ে ৯০ আসনে বিজেপি ২৩, কংগ্রেস ৬০, বিএসপি জোট ৬, অন্যান্য ৬।
তেলেঙ্গানায় ১১৯ আসনে টিআরএস ৮৬, কংগ্রেস-টিডিপি ২১, বিজেপি ৬, অন্যান্য ৬।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংকে পিছিয়ে পড়তে দেখে সকালেই শিলচরের কংগ্রেস সাংসদ রমন সিং ট্যুইট করেছেন, করুণা শুক্লাজির কাছে রমন সিং পিছিয়ে রয়েছেন, এটাই মর্নিং হাইলাইট।
English text here