NE UpdatesAnalyticsBreaking News
কংগ্রেসে প্রত্যাবর্তন নয়, স্পষ্ট করলেন রিপুন
গুয়াহাটি, ১৩ জুলাই : রিপুন বরা তৃণমূল কংগ্রেস ছাড়বেন না। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা নিজেই স্পষ্ট করেছেন অসম তৃণমূল কংগ্রেস সভাপতি। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার এক বক্তব্যের সূত্র ধরে এ দিন অসম তৃণমূল কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকের আহ্বান করেন রিপুন বরা।
সাংবাদিক বৈঠকে রিপুন বরা জানিয়েছেন, ভূপেন বরার এ ধরনের বক্তব্য ভিত্তিহীন। তিনি বলেন, তার অনুপস্থিতি এখন কংগ্রেস উপলব্ধি করছে। রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। কিন্তু পাঁচ বছর সভাপতি পদে থেকে কংগ্রেসের জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। বর্তমানে তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করার দেড় বছর পর দলটি বিশেষ গতি লাভ করেছে।
তাছাড়া রিপুন বরার গুরুত্ব উপলব্ধি করার জন্য এপিসিসি সভাপতি ভূপেন বরাকে ধন্যবাদ জানিয়েছেন রিপুন। অন্যদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হিংসাত্মক ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রিপুন বরা বলেছেন, এসব ঘটনায় বিজেপি ইন্ধন জুগিয়েছে।