India & World UpdatesHappeningsBreaking News
কংগ্রেসের ‘হাত’ ছাড়লেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ
২৬ আগস্ট : প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ কংগ্ৰেস ছাড়লেন। জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদ থেকে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছিলেন। শুক্রবার আরও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্ৰবীণ এই কাশ্মীরি নেতা।
রাহুল গান্ধীকে কাঠগড়ায় তুলেই দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে একটি চার পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। তাতে তাঁর দল ছাড়ার নেপথ্য কারণ হিসেবে রাহুল গান্ধীর ‘অপরিণত নেতৃত্ব’কেই দায়ী করেছেন। সেইসঙ্গে লিখেছেন, দলের মধ্যে প্রবীণদের কাছ থেকে পরামর্শ নেওয়ার ব্যাপারটা রাহুল ধ্বংস করে দিয়েছেন।
গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে আজাদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত বিচার এবং কাজের জন্য তাঁর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে যা সবসময় অব্যাহত থাকবে।
২০২০ সালের আগস্টে যে ২৩ জন নেতা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে দলীয় নির্বাচন এবং স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন এই কংগ্রেস নেতা। প্ৰসঙ্গত উল্লেখ্য, কংগ্ৰেসের জন্য প্ৰবীণ এই নেতা নিজের জীবনের সেরা সময় উৎসর্গ করেছেন।প্ৰবীণ নেতা গুলাম নবি আজাদের কংগ্ৰেসের হাত ছাড়ার প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে, কংগ্রেস পার্টি একটি ডুবন্ত জাহাজ, যার কোনও নেতৃত্ব বা আদর্শ নেই।