India & World UpdatesHappeningsBreaking News
কংগ্রেসকে ঠুকে শাহ বললেন, আর একটু হলেই আপনারা চিনের অংশ হয়ে যেতেন
ওয়েটুবরাক, ১০ এপ্রিল : ২০১৬ সালে অসমে বিধানসভা ভোটের সময় চিনা হামলার প্রসঙ্গ তুলে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন অমিত শাহ। এ বারও একই সুরে অভিযোগ করলেন, ‘‘নেহরু ১৯৬২ সালের যুদ্ধের সময় আসামের জনগণের কাছে ক্ষমা চেয়ে তাঁদের চিনের হাতে তুলে দিয়েছিলেন। কপাল ভাল তাই সেনাবাহিনীর চেষ্টায় চিন আসাম দখল করেনি। না হলে, এতদিনে আপনারা ভারত নয়, চিনের অংশ হতেন।’
আসামের লখিমপুরে বিজেপির সভায় শাহ মঙ্গলবার দাবি করেন, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বে চিন ভারতের কোনও জমি দখল করতে পারেনি। তিনি বলেন, ‘‘এখন চিন আমাদের এক ইঞ্চি জমিও দখল করতে পারে না। এমনকি ডোকলামেও আমরা তাদের পিছনে ঠেলে দিয়েছি।’’