Barak UpdatesHappeningsBreaking News
ওয়ার্ল্ড অটিজম ডে উপলক্ষে সচেতনতা

ওয়েটুবরাক, ৬ এপ্রিল : আত্মসংবৃতি বা আত্মলীনতা। ইংরেজি পরিভাষায় যাকে অটিজম বলা হয়। এটা শিশুদের একটি রোগ। সাধারণত শিশুদের মানসিক বিকাশে বাধাগ্রস্ততাকে বোঝায়। এরকম আক্রান্ত শিশু সামাজিক আচরণে দুর্বল হয়, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম সক্ষম হয়। আর এই রোগকে প্রতিরোধ করতে সচেতনতাই একমাত্র অবলম্বন। সচেতনতার মাধ্যমে শিশুর এই অস্বাভাবিক আচরণ শোধরাতে অধিক মাত্রায় যত্নের প্রয়োজন। এজন্য বিশ্বে আলাদা করে ওয়ার্ল্ড অটিজম ডে হিসেবে পালন করা হয়। যাতে এই প্রতিরোধে মানুষ অধিক সচেতন হন। এ উপলক্ষে গত বুধবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখা ও ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক বরাক ভ্যালি চ্যাপ্টারের যৌথ উদ্যোগে শিলচর মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী ও ফ্যাকাল্টিদের উদ্যোগে প্রথমে এক ওয়াকথনের আয়োজন করা হয়। মেডিক্যাল চত্বরে এই ওয়াকথনের শেষে বিশ্বজুড়ে অটিজম ব্যাধির বাড়বাড়ন্ত এবং এর কারণ বিষয়ে উল্লেখ করেন উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই রোগ যত দ্রুত সম্ভব সনাক্ত করে শিশুকে স্বাভাবিক শিশু হিসেবে পরিগণিত করা অতি সহজ বলে দাবি করেন ডাঃ প্রিয়ঙ্কা, ডাঃ পিনাকি চক্রবর্তী, ডাঃ অংশুমান, ডাঃ পিসি শর্মা, ডাঃ বিকাশ সান্ডিল্য, ডাঃ ডলি, ডাঃ ওরিনা, ডাঃ দেবাঞ্জনা প্রমুখ।