NE UpdatesHappeningsBreaking News
ওপারে পাঠানো হলো ২২ বাংলাদেশিকে, অনুপ্রবেশের প্রশ্নে কড়া মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ২৪ ডিসেম্বর : অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নিয়েছে অসম। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বার বার বলেছেন, অসমে কোনও অবস্থাতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রেখেছে সীমান্ত রক্ষীরা। গত দু’দিনে ২২ জন বাংলাদেশিকে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছে। রবিবার ৬ জন বাংলাদেশি নাগরিককে ওপারে পাঠানো হয়েছে। এরা ভারফ-বাংলা সীমান্ত দিয়ে এ দেশে প্রবেশ করেছিল।
এ দিকে বেঙ্গালুরু থেকে ট্রেনে গুয়াহাটি পৌঁছে শালমারা-মানকাচরে যাওয়ার পথে আরও ১৬ জন বাংলাদেশি ধরা পড়ে। এদের মধ্যে ৭ জন পুরুষ, তিন জন মহিলা ও বাকিরা শিশু। তাদের দেখে সন্দেহ হওয়াতেই পুলিশ আটক করে। জেরার পর পুলিশ নিশ্চিত হয় এরা সবাই বাংলাদেশি। মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে এই বাংলাদেশি নাগরিকদের ছবি ও নাম উল্লেখ করেছেন।
সম্প্রতি বাংলাদেশে অস্থির অবস্থায় সেখানে একাধিক হিন্দু নিপীড়নের ঘটনা সামনে এসেছে। এই আবহে সীমান্ত দিয়ে এ দেশে অনুপ্রবেশকারীর সংখ্যাও বাড়ছে। তবে সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরদারিতে ধরা পড়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে হিন্দু নিপীড়নের একাধিক খবর থাকলেও সীমান্ত পার করে ভারতে প্রবেশ করছে মুসলমানরাই। কিন্তু তাঁর সরকার এই অনুপ্রবেশকারীদের সম্পর্কে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এই অনুপ্রবেশের জেরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।