NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsSportsBreaking News

বিভাগীয় ওএসডি মীরাবাই চানুর সাফল্যে গর্বিত উত্তর-পূর্ব সীমান্ত রেল

ওয়েটুবরাক, ২৪ জুলাই ঃ টোকিও অলিম্পিক গেমে প্রথম ভারতীয় পদকজয়ী মীরাবাই চানুকে নিয়ে গর্বিত উত্তর-পূর্ব সীমান্ত রেল। তিনি তাদের ওএসডি (স্পোর্টস)। ২০১৮ সাল থেকে ওই পদে নিযুক্ত রয়েছেন সাইখম মীরাভাই চানু। ভারোত্তলনে মহিলাদের ৪৯ কেজি ক্যাটাগরিতে তিনি শনিবার রৌপ্যপদক লাভ করেন। চানু অলিম্পিক গেমে পদকজয়ী দ্বিতীয় ভারতীয় ওয়েটলিফটার। এর আগে ২০০০ সালের সিডনি অলিম্পিকে ভারোত্তলনে পদক জিতেছিলেন করনাম মলেশ্বরী।

Rananuj

খেলরত্ন অ্যাওয়ার্ড জয়ী, পদ্মশ্রী চানু ২০১৮-র কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। উত্তর-পূর্ব সীমান্ত েরেলের মুখ্য জনসংযোগ অফিসার শুভানন চন্দ জানিয়েছেন, বিভাগীয় ওএসডির সাফল্যে রেলকর্মীরা সকলে গর্ববোধ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker