NE UpdatesSportsBreaking News
ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ম্যাচ প্রথমবার হচ্ছে গুয়াহাটিতে
১৬ জুলাই : এ বার ১৩১তম ডুরান্ড কাপ ফুটবল প্রথমবারের মতো গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এশিয়া মহাদেশের খ্যাতনামা এই ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা দেশের তিনটি স্থানে অনুষ্ঠিত হবে। গুয়াহাটি ছাড়াও ইম্ফল ও কলকাতাতে হবে এই খেলা। দেশের প্রাচীন টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম এই খেলাটি আগামী ১৭ আগস্ট গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে উদ্বোধন করা হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
জানা গেছে, গুয়াহাটিতে এই প্রতিযোগিতার মোট ১০টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ দিকে, প্রথমসারির ক্লাবগুলোর অনুশীলনের জন্য রাজ্য সরকার মোট চারটি মাঠ যথাক্রমে নেহরু স্টেডিয়াম, সাই, এলএনআইপি ও সরুসজাই প্র্যাকটিস ফিল্ড প্রস্তুত করে তুলেছে। প্রসঙ্গত, ভারতীয় সেনা ও আসাম সরকারের যৌথ প্রচেষ্টায় গুয়াহাটিতে ডুরান্ড কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্য একটি সূত্রে জানা গেছে, ২১ জুলাই এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ডুরান্ড কাপের বিষয়ে জানাবেন।