Barak UpdatesHappeningsCultureBreaking News

ঐক্যের পঁচিশ বছর : শুক্রবার শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা

ওয়েটুবরাক, ২৭ এপ্রিলঃ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সদস্য-সংগঠনগুলির ক্ষোভ-অভিমানে কিছুদিন আগেও শিলচরের সাংস্কৃতিক পরিমণ্ডলে গুমোট ভাব বিরাজ করছিল। কেউ কেউ তখন ঘোষণা দিয়েই মঞ্চ ছাড়ে। সে সব কথা মাথায় রেখেই পঁচিশ বছর উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ট্যাগলাইন “ঐক্যের পঁচিশ বছর”।

সভাপতি শেখর দেবরায় ও সহ-সভাপতি মনোজ দেব জানিয়ে দিয়েছেন, বুঝেশুনেই ওই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। ঐক্য মানে সবাইকে আহ্বান জানানো, ঐক্য মানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষকে নিয়ে পথচলা। তাই বর্ষব্যাপী পঁচিশ বছর উদযাপনের শুরুতেই মঞ্চের কর্মকর্তারা বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। আগামী শুক্রবার বিকাল পাঁচটায় রাঙিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে এর সূচনা হবে। বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে সমাপ্ত হবে।

শোভাযাত্রা  সহ বছরভর কর্মসূচি পরিচালনার জন্য এগারো সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান মনোনীত হয়েছেন মঞ্চের প্রথম সম্পাদক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। আহ্বায়ক সমরেন্দ্র দে। মঞ্চের আত্মপ্রকাশের সেই দিনগুলির কথা উল্লেখ করে সুব্রতবাবু বলেন, তখন বৈশাখে জেলা গ্রন্থাগারে বিহু উদযাপন হতো, রবীন্দ্রজয়ন্তী হতো না। একই ভাবে উনিশে মে উদযাপন হলেও হাতে গোণা কয়েকজন মানুষই শ্রদ্ধা জানাতে গান্ধীবাগে যেতেন। তাঁরা তখন গ্রন্থাগারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন শুরু করেন। সেই সঙ্গে উনিশে মে-র চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নানা কর্মসূচি পালন করেন৷ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল সচেতনতা বৃদ্ধিতে। সুব্রতবাবুর দাবি, দেশের এমন কোনও অভিন্ন মঞ্চ পঁচিশ বছরে পা দিয়েছে কিনা জানি না।

পঁচিশতম বর্ষে তাঁরা প্রত্যেক মাসে অন্তত একটি করে অনুষ্ঠান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।  সংস্কৃতির সব আঙ্গিকই তাতে থাকবে।  হবে ওয়ার্কশপ, রক্তদান, স্বাস্থ্যশিবিরও।  স্মরণিকা প্রকাশের কাজও এরই মধ্যে শুরু করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সম্পাদক অজয় রায় বারবার শুক্রবারের সাংস্কৃতিক শোভাযাত্রাকে নজরকাড়া করে তোলার আহ্বান জানান।  সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলোকে এ ব্যাপারে এগিয়ে আসতে বলেন।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সুবীর ভট্টাচার্য, সহসম্পাদক অপু সূত্রধর সহ গোরা রায়, সন্তোষ চন্দ, শৈবাল গুপ্ত, চন্দন মজুমদার, সত্যজিৎ বসু, যশবন্ত দাস, সেবায়ন রায়চৌধুরী, অভিজিৎ ধর প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker