Barak UpdatesHappeningsBreaking News

এ বার দাঁড়াচ্ছি না, নেতাদের অনুরোধ ফিরিয়ে দিলেন তমাল বণিক

ওয়েটুবরাক, ৪ মার্চ: দুইবার টিকিট চেয়ে প্রত্যাখ্যাত হয়ে এ বার আগে থেকেই ভোট নিয়ে বেশি মাথা না ঘামানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন প্রাক্তন পুরপ্রধান তমাল বণিক৷ তাই দলীয় টিকিটের জন্য কোনও আবেদন করেননি৷ কিন্তু দল উপযুক্ত প্রার্থীর সন্ধানে তাঁকেই বারবার ফোন করছে৷ তমালবাবু অবশ্য সবাইকেই তাঁর না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন৷

Rananuj

তিনি ওয়েটুবরাক-কে বলেন, প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন তিনদিন ধরে রীতিমত চাপ সৃষ্টি করে চলেছেন৷ বুধবার ফোন করেছেন এআইসিসি সম্পাদক তথা অসমের দলীয় পর্যবেক্ষক অনিরুদ্ধ সিংও৷

তাঁর কথায়, “এ মোটেও আমার নিজেকে বড় করে দেখানোর প্রয়াস নয়৷ নয় অভিমানও৷ কিন্তু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য বিভিন্ন রকমের প্রস্তুতির প্রয়োজন পড়ে৷ এ বার আগে থেকে এ ব্যাপারে অনাগ্রহী থাকায় কোনও ধরনের প্রস্তুতি আমার নেই৷”

কিন্তু দল যদি আপনাকেই প্রার্থী করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়? দীর্ঘদিনের কংগ্রেস সংগঠক তমালবাবু চটজলদি জবাব দিতে পারলেন না৷ ধীরে ধীরে শোনান, “দলীয় নির্দেশ বলে জানানো হলে তা ফেরানোর সাধ্য কি আমার আছে!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker