Barak UpdatesHappeningsBreaking News
এ বার খাসপুরে উচ্ছেদ নোটিশ ৯০ পরিবারকে
১৯ জুলাই : পাথারকান্দির ইছাবিল চা বাগানের পর এ বার উচ্ছেদ নোটিশ ধরিয়ে দেওয়া হল খাসপুরে। তবে এখানে অবশ্য জেলা প্রশাসন নয়, এই নোটিশ দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। খাসপুর রাজবাড়ি এলাকা জবরদখলের অভিযোগ এনে এলাকার ৯০টি পরিবারকে নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজবাড়ির জমি দখল করে যারা অবৈধ নির্মাণ করেছেন, তারা যাতে নিজেদের খরচে এসব ভেঙে সরিয়ে নেন। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে নিজেরা ব্যবস্থা না নিলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে খাসপুরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রসঙ্গত, খাসপুর রাজবাড়ির জমি জবরদখলের অভিযোগ এনে তা উদ্ধারের দাবিতে দীর্ঘদিন থেকেই সরব রয়েছে নিখিল কাছাড় হৈড়ম্ব বর্মণ সমিতি, অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন, ডিমাসা রয়াল ক্যাপিটাল ডেভেলপমেন্ট কমিটি, বরাকভ্যালি ইন্ডিজেনাস এথনিক পিপলস কো-অর্ডিনেশন কমিটি সহ বেশ কিছু সংগঠন। তাঁরা রাজবাড়িকে নতুন করে সাজিয়ে তোলার দাবি জানিয়েছে।
এ দিকে, নোটিশ পাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয় বাসিন্দারা জানান, তারা রাজবাড়ির জমি জবরদখল করেননি। দীর্ঘ বছর ধরে তাদের জমির পাট্টা পর্যন্ত রয়েছে। একটি চক্র প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তাদের উৎখাতের ষড়যন্ত্র করছে।