India & World UpdatesHappeningsBreaking News
এ বার আগুন বৈশালী এক্সপ্রেসে, ১২ ঘণ্টায় দুটি ট্রেনে অগ্নিকাণ্ড
লখনউ, ১৬ নভেম্বর : ১২ ঘন্টার মধ্যে পর পর দুটো ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটল। দিল্লি-দ্বারভাঙ্গা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার পর উত্তর প্রদেশের ইটাওয়ার পাশে বুধবার গভীর রাতে বৈশালী এক্সপ্রেসের একটি কামরায় আগুন লেগে যায়। এতে ১৯ জন যাত্রী জখম হয়েছেন। কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পেয়েছেন। ট্রেনটি এ দিন ভোরে দিল্লি থেকে সহরসার উদ্দেশে রওনা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, আগুন বৈশালী এক্সপ্রেসের স্লিপার কোচ এস-৬-এ লেগেছিল। রাত আড়াইটে নাগাদ ফ্রেন্ডস কলোনি রেলওয়ে গেটের পাশে যাত্রীরা ট্রেনে ধোয়া উঠতে দেখেন। এতে কোচের ভেতর এক হুলস্থূল পরিবেশের সৃষ্টি হয়। সেসময় ট্রেনের গতি ছিল প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। যাত্রীরা বিষয়টি টিটিইকে জানান। এরপরই ট্রেনটিকে প্ল্যাটফর্মের আগে আউটারে থামিয়ে দেওয়া হয়।
যাত্রীরা জানান, রবিবার ছট পূজা। এজন্য ট্রেনে খুব ভিড় ছিল। তবে আগুন লাগার সময় বেশিরভাগ যাত্রীই শুয়ে রয়েছিলেন। প্রথমে বাথরুমের পাশ থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং ক্রমে তা পুরো কামরায় ছড়িয়ে পড়ে। ঘুম থেকে উঠে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকেই আহত হন। তাছাড়া ধোয়া পুরো কামরা গ্রাস করে নেওয়ায় অনেকের অবস্থাই সংকটজনক হয়ে পড়ে। যখন ১৯ জনের মধ্যে ১১ জন যাত্রীর অবস্থা সংকটজনক হওয়ায় তাদের সৈফই মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বাকি ৮ যাত্রীকে ইটাওয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকের দমকলকর্মীরা সময় মতো এসে আগুন নিভিয়ে ফেলেন। এক ঘন্টার বেশি সময় ট্রেন টিকে সেখানে রাখার পর পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী বলেছেন, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, চোখ খোলার পর দেখেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য এক যাত্রী জানিয়েছেন, তাকে এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেছে।