India & World UpdatesHappeningsBreaking News
এসসিওতে যোগ দিতে মোদিকে পাকিস্তানের আমন্ত্রণ
ওয়েটুবরাক, ২৬ আগস্ট: আগামী অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সাংহাই কো-অপারেশনের সম্মেলনের (এসসিও) অন্তর্গত দেশগুলির রাষ্ট্রনেতাদের বৈঠক। তাতে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারত ছাড়াও বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে চিন, রাশিয়া, উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশের।
অংশগ্রহণকারী প্রত্যেক দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সেই তালিকায় রয়েছেন মোদিও। তবে ভারতের তরফে প্রধানমন্ত্রী আদৌ পাকিস্তান যাবেন কিনা সে বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। শেষবারের এসসিও সম্মেলনে যোগ দেননি মোদি। সে বার সম্মেলন হয়েছিল কাজাখাস্তানে। সেখানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
প্রসঙ্গত, এর আগে গোয়ায় যখন এসসিও সম্মেলন হয় সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী যোগ দেননি। তাঁর বদলে এসেছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।